২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পটুয়াখালীতে খাদ্য বিষক্রিয়ায় নৌবাহিনীর ২৬ সদস্য অসুস্থ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫৪ অপরাহ্ণ, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

পটুয়াখালীতে খাদ্য বিষক্রিয়ার ট্রেনিং অংশ নিতে আসা ২৬ জন নৌবাহিনীর সদস্য অসুস্থ হয়েছে। সোমবার সকালে পটুয়াখালী কোস্টগার্ড ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণশালায় এ ঘটনা ঘটলে তাৎক্ষণিক ভাবে আহতদেরকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

আহত হলেন- নৌ বাহিনীর সদস্য সাইফুল ইসলাম (১৯), মো. রিফাত (১৮), মো. রাজু (১৯), আশ্রাফুল ইসলাম (১৯), অহিদুল ইসলাম (১৮), রিমন(১৯), মো. সাব্বির আহমেদ (১৯), আবু বকর (১৮), মোস্তাক, নাসির উদ্দিন (১৯), রাব্বী হাসান (১৯), জিয়া উদ্দিন (১৯) শাখাওয়াত হোসেন (১৯), রেদোয়ান (১৮) মনিরুল ইসলাম (১৯) সাইদ আনোয়ার (১৯), মোশারেফ হোসেন, আজিজুল হক সোহানুর রহমান (১৯), আওরাঙ্গজেব (১৯) ইমরুল (২০) হারুন অর রশিদ এবং মামুন।’

আহত নৌবাহিনীর প্রশিক্ষক লে. এম রিয়াদ হোসেন তুষার জানান, প্রতিদিনের মত সোমবার সকালে প্রশিক্ষণে অংশ নিতে গেলে ২৬ জন নৌবাহিনীর সদস্যরা অসুস্থ হয়ে পড়ে। আবহাওয়া পরিবর্তনের কারণে এ সমস্যা হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত বেড না থাকার কারণে তাদের হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কোস্টগার্ডের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসা হয়েছে। বর্তমান তারা সুস্থ্যতার দিকে যাচ্ছেন।

খুলনার তিতুমীর থেকে তারা পটুয়াখালী কোস্টগার্ড ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দেয়ার জন্য এসেছেন।’’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন