২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পটুয়াখালীতে ঘরে ঢুকে স্ত্রীসহ ছাত্রলীগ নেতাকে পেটালেন মেম্বরপ্রার্থী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৫২ অপরাহ্ণ, ১৮ জুন ২০২১

পটুয়াখালীতে ঘরে ঢুকে স্ত্রীসহ ছাত্রলীগ নেতাকে পেটালেন মেম্বরপ্রার্থী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> পটুয়াখালীর দশমিনা উপজেলা ছাত্রলীগের এক নেতাকে মারধর করা হয়েছে।  গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) মধ্যরাতে উপজেলার ২ নম্বর আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বারপ্রার্থী মো. বাহাউদ্দিন মোল্লার লোকজন মারধরের ঘটনায় জড়িত বলে অভিযোগ।

মারধরের শিকার মো. সোহাগ খলিফা (৩২) আলীপুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

স্থানীয়দের অভিযোগ, বাহাউদ্দিন মোল্লা আলীপুরা ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে মোরগ প্রতীকে অংশ নেন। একই ওয়ার্ড থেকে নির্বাচনে তালা প্রতীক নিয়ে সোহাগ খলিফার চাচাতো ভাই বাদল খলিফা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী প্রতিহিংসার সূত্র ধরে ঘটনার দিন রাতে বাহাউদ্দিন আড়াই শতাধিক লোকজন নিয়ে সোহাগের বাড়ির সামনে জড়ো হন। এ সময় তার নির্দেশে সোহেল, জাহাঙ্গীর, সহিদুলসহ সাতজন সোহাগের ঘরে ঢুকে তাকে বেদম পিটুনি দেন।

এ সময় তাকে রক্ষা করতে গেলে সোহাগের স্ত্রী বীথি ও চাচাতো ভাই ওবায়দুলকেও বেদম পিটুনি দেওয়া হয়। পরে স্বজনরা ওবায়দুলকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেন ও বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

দশমিনা থানা পুলিশের ওসি মো. জসিম বরিশালটাইমসকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন