২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পটুয়াখালীতে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেলআরোহী বন কর্মকর্তা নিহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, ১২ আগস্ট ২০২২

পটুয়াখালীতে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেলআরোহী বন কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় টমটমের (স্থানীয় ভাবে তৈরি) সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আবদুস সালাম (৫৫) নামে এক বন কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত আব্দুস সালাম পটুয়াখালী জেলার বাউফল উপজেলার দাসপাড়া এলাকার বাসিন্দা। তিনি আমতলী উপজেলা বন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- বৃহস্পতিবার সন্ধ্যায় সালাম তার অফিসের কাজ শেষ করে মোটরসাইকেলে করে আমতলী থেকে কলাপাড়ার উদ্দেশে রওনা দেন। এ সময় ফোরলেন এলাকায় পৌঁছলে সড়কের ওপরে রাখা একটি টমটমের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি পড়ে গেলে তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসাপতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বরিশালটাইমসকে জানান, মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন