২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পটুয়াখালীতে ট্রাকভর্তি সাড়ে ৪ লাখ চিংড়ি রেণুসহ গ্রেপ্তার ৩

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, ১৩ জুলাই ২০১৮

পটুয়াখালীতে প্রায় সাড়ে চার লাখ বাগদা চিংড়ির রেণু পাচারকালে একটি মিনি ট্রাকসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১২ জুলাই) গভীর রাতে শহরের ব্রিজ টোল এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- ট্রাকের চালক মো. খোকন (৩০), শ্রমিক মো. রাসেল (২০) ও মো. সবুজ হাওলাদার (১৮)।

পটুয়াখালী কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামান (মনির) বরিশালটাইমসকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে পটুয়াখালী ব্রিজ টোল এলাকায় অভিযান চালিয়ে কলাপাড়া থেকে রায়পাল অভিমুখে যাওয়ার সময় একটি মিনি পিকআপে (ঢাকা মেট্রো ট-১৩-৩৯৫৫) তল্লাশি চালানো হয়। এ সময় ১৪টি ড্রামভর্তি প্রায় সাড়ে চার লাখ পিস বাগদা রেণু পোনাসহ তিনজনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম আটক তিনজনের প্রত্যেককে পাচঁ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত রেণুগুলো পায়রা নদীতে অবমুক্ত করা হয়।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন