১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পটুয়াখালীতে দুই বনদস্যু আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৩৪ অপরাহ্ণ, ২৭ নভেম্বর ২০২০

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে সংরক্ষিত বনাঞ্চল থেকে ঝাউগাছ কাটায় সময় দুই বনদস্যুকে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মহিপুর বনবিভাগ ও কুয়াকাটা নৌপুলিশের যৌথ অভিযানে গঙ্গামতির ঝাউবাগান থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬টি কাটা ঝাউগাছ উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মহিপুর সদর ইউনিয়নের নজিবপুরের মৃত ওহাব সিকদারের ছেলে শাহজাহান সিকদার (৫০) এবং একই এলাকার মৃত রশিদ প্যাদার ছেলে লিটন প্যাদা (৩০)।

নৌপুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গামতির ঝাউবাগান এলাকায় অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায় বেশ কয়েকজন বনদস্যু ঝাউগাছ কেটে নিয়ে যাচ্ছে। পুলিশ এবং বন বিভাগের কর্মকর্তাদের দেখে চেষ্টা করলে স্পিডবোট নিয়ে ধাওয়া করে তাদেরকে আটক করা হয়।

মহিপুর বন বিভাগের রেঞ্জ অফিসার কালাম বরিশালটাইমসকে জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি এই এলাকা থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। আটক দুই বনদস্যুসহ পাঁচজনের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন