২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পটুয়াখালীতে পাকা সড়ক নির্মাণ কাজে বিলম্ব করার প্রতিবাদে মানব বন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫২ অপরাহ্ণ, ২৭ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, পটুয়াখালী:: পটুয়াখালীর গলাচিপায় পাকা সড়ক নির্মাণ কাজে বিলম্ব করার প্রতিবাদে মানব বন্ধন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার সদর ইউনিয়নের বিপিসি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের উদ্যোগে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানব বন্ধনে বক্তৃতা করেন বিপিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, সহকারি শিক্ষক আতিকুর রহমান হিরন, মো. আল আমিন, মো. মেজবাহ উদ্দিন মিলন, বিপিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্পণা রানী সাহা প্রমুখ।

উল্লেখ্য, গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বিপিসি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা সরকের কাজ দেড় বছর পূর্বে শুরু হলেও কেবল মাত্র বেডকাটা (মাটিকাটা) ছাড়া কাজের কোন অগ্রগতি দেখা যাচ্ছে না। এ নিয়ে এলাকার শিক্ষার্থী ও সাধারণ জনগণের মাঝে চরম ক্ষোভেব সৃষ্টি হয়েছে।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন