২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

পটুয়াখালীতে পুলিশের ট্রলারের সঙ্গে জেলে ট্রলারের সংঘর্ষ, কনস্টেবল নিহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:১৮ অপরাহ্ণ, ১৭ ডিসেম্বর ২০১৮

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে জেলে ট্রলারের সঙ্গে পুলিশের ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় রাঙ্গাবালী থানা পুলিশের কনস্টেবল ফিরোজ খান (কং নম্বর-৯৫১) নিহত হয়েছেন।

পুলিশের ট্রলারটি মাদক অভিযান শেষে ফেরার পথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সোমবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত পুলিশ কনস্টেবল ফিরোজ খান বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের সালাম খানের ছেলে বলে জানা গেছে।

ওসি বলেন- মাদক অভিযান শেষে ফেরার পথে উল্টো দিক থেকে আসা একটি বড় ট্রলারের সঙ্গে রাঙ্গাবালী থানা পুলিশের ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় পুলিশবাহী ট্রলারটি ডুবে যাওয়ার উপক্রম হলে ট্রলারে থাকা একজন এএসআইসহ দুজন কনস্টেবল নদীতে ঝাঁপিয়ে পড়েন।

পরে একজন এএসআই ও একজন কনস্টেবল তীরে এলেও অপর কনস্টেবল ফিরোজকে তখন পাওয়া যায়নি। তিনি অস্ত্র ও গুলিসহ নিখোঁজ ছিলেন।

এর পর সোমবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে বুড়াগৌরাঙ্গ নদী থেকে অস্ত্র ও গুলিসহ কনস্টেবল ফিরোজের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মিলন কৃষ্ণ মিত্র।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন