১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পটুয়াখালীতে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫৩ অপরাহ্ণ, ১০ জানুয়ারি ২০১৯

পটুয়াখালী শহরের কলাতলা বাজারের নৈশপ্রহরী আব্দুল কাদের শিকদার হত্যা মামলায় তিনজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- নুর ইসলাম (৩০), বিল্পব বাড়ই (৩০) ও বারেক সিকদার (২৮)।

খোঁজ নিয়ে জানা গেছে- ২০১২ সালের ২৭ নভেম্বর রাতে ওই বাজারের দণ্ডপ্রাপ্তরা ডাকাতি করতে যায়। এসময় বাজারের নৈশপ্রহরী আব্দুল কাদের সিকদার (৬০) তাদের চিনে ফেলায় তাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় খুন হওয়া আব্দুল কাদেরের ছেলে মো. জহিরুল ইসলাম বাদি হয়ে সদর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও ৩০ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

এদের মধ্যে বুধবার (০৯ জানুয়ারি) আসামি বিল্পব বাড়ই আদালতে উপস্থিত ছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, পাবলিক প্রসিকিউটর (পিপি)আরিফুল হক টিটু ও আসামি পক্ষের কৌশলী ছিলেন মো. মাহবুবুর রহমান শামিম।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন