১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পটুয়াখালীতে ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

Saidul Islam

প্রকাশিত: ০৩:১৯ অপরাহ্ণ, ২৮ জুলাই ২০২১

পটুয়াখালীতে ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী >> উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বাতাসের চাপ আগের চেয়ে কিছুটা বেড়েছে। সাগর ও নদীর পানি ৩-৪ ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়েছে। তাই পায়রা বন্দরকে স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে, লঘুচাপের কারণে মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর থেকে পটুয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। অব্যাহত বৃষ্টি ও দমকা হাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ রয়েছে। বৃষ্টির কারণে আমনের বীজতলা, সবজি খেতসহ বিভিন্ন এলাকার মাছের ঘের ডুবে গেছে। শহর এলাকার সড়কেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিস সূত্র জানায়, বুধবার (২৮ জুলাই) সকাল ৬টা পূর্ববর্তী ২৪ ঘণ্টায় জেলায় ২৫১.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টিপাত গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। অপরদিকে, সাগর উত্তাল থাকায় মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন