২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পটুয়াখালীতে ৪ গরুচোরকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:২৮ অপরাহ্ণ, ১৫ এপ্রিল ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:: পটুয়াখালীতে চার গরু চোর সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয়রা।

রবিবার (১৪ এপ্রিল) সদর উপজেলার বড়বিঘাই খেয়াঘাটে চোরাইকৃত চারটি গরু পাচারকালে স্থানীয় জনতার হাতে ধরা পরে তারা। এ সময় স্থানীয়রা আটককৃত চার চোর সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে।

আটককৃত হলেন, কুষ্টিয়া জেলার আলমগীর হোসেন (৫০), গাজীপুর জেলার বেলাল সিকদার (৩২), বরগুনা জেলার সোহেল ফরাজি (২৩) এবং পটুয়াখালী বড়বিঘাই এলাকার নুরুল হক ফকির (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার আটককৃত চার সদস্যরা তিনটি গরু নিয়ে পাটুয়াখালী খেয়া পাড় হতে গেলে স্থানীয়রা তাদের পরিচয় ও গরুর মালিকানা যাচাই করলে ওই চারজন তাদের স্বপক্ষে কোন প্রকার প্রমাণ দেখাতে পারেনি। এ সময় স্থানীয়রা ওই চারজনকে গণপিটুনি দেয়। পরে পটুয়াখালী সদর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ জনতার হাত থেকে চার জনকে উদ্ধার করে জেল হাজতে প্রেরণ করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে চোর চক্রটি জানায়, বরিশালের বিভিন্ন এলাকা থেকে গরুগুলো চুরি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মাসুম বিল্লাহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন