২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পটুয়াখালীতে ৪ হাজার ৪৩০ কেজি চাল জব্দ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:২৩ অপরাহ্ণ, ২৮ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, পটুয়াখালী:: পটচুয়াখালীর গলাচিপায় প্রধান মন্ত্রীর খাদ্য তহবিলের ৪ হাজার ৪৩০ কেজি চাল জব্দ করেছে গলাচিপা থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উলানিয়া বন্দরের এক চাল ব্যবসায়ীর দোকান থেকে এসব চাল জব্দ করা হয়।

সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার এসআই মো. জাফরের নেতৃত্বে পুলিশের একটি দল উলানিয়া বন্দরের এক চাল ব্যবসায়ী আনছার আলী হাওলাদারের দোকান থেকে ৩০ কেজি ওজনের ৫১ বস্তা, ৫০ কেজি ওজনের ৫২ বস্তা এবং খোলা ৩০০ কেজি মোট ৪ হাজার ৪৩০ কেজি চাল জব্দ করে। এসময় ওই চাল ব্যবসায়ী আনছার আলী হাওলাদার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসব জব্দকৃত চালের ডিলার হলেন উলানিয়া বন্দরের মো. সেলিম।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ জানান, জব্দকৃত চাল স্থানীয় লোকদের জিম্মায় রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম জানান, এসব জব্দকৃত চাল কাবিখার হতে পারে। সরকারি চালের এখন বরাদ্দ নেই।

 

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন