২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

পটুয়াখালীর ১৬ ইউনিয়নে আওয়ামী লীগ ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:০৪ অপরাহ্ণ, ২২ জুন ২০২১

পটুয়াখালীর ১৬ ইউনিয়নে আওয়ামী লীগ ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও পটুয়াখালী>> পটুয়াখালী জেলায় ৪টি উপজেলায় মোট ১৯টি ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৬টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত ও তিনটিতে বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নে গোলাম মর্তুজা (নৌকা), পাংগাশিয়া ইউনিয়নে অ্যাডভোকেট গাজী নজরুল ইসলাম (নৌকা) এবং মুরাদিয়া ইউনিয়নে মিজানুর রহমান (নৌকা) বিজয়ী হয়েছেন।

দশমিনা উপজেলায়র আলিপুরা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আতিকুর রহমান সাগর (আনারশ), বাশবাড়িয়া ইউনিয়নে কাজী আবুল কালাম (নৌকা) ও বহরামপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আসাদুজ্জামান সোহাগ (ঘোড়া) বিজয়ী হয়েছেন।

বেসরকারি ফলাফলে বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নে শাহিন হাওলাদার (নৌকা), ধুলিয়া ইউনিয়নে মু. হুমায়ন কবির (নৌকা), বগা ইউনিয়নে মো. মাহামুদ হাসান হাওলাদার (নৌকা), আদাবাড়িয়া ইউনিয়নে মো. মঞ্জুর আলম হাওলাদার (নৌকা), কেশবপুর ইউনিয়নে অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু (নৌকা), কাছিপাড়া ইউনিয়নে মো. রফিকুল ইসলাম তালুকদার (নৌকা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজের ভাতিজা এনামুল হক আলকাছ মোল্লা (ঘোড়া) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।

গতকাল সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৯টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে বাউফল উপজেলার বগা ইউনিয়ন এবং দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হয়।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন