২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পটুয়াখালী তাপ বিদ্যুৎ প্রকল্পে কারিগরি বিদ্যালয়

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৩ অপরাহ্ণ, ১৫ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক,পটুয়াখালী :: পটুয়াখালীতে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ প্রকল্পে ক্ষতিগ্রস্থদের জন্য নির্মিত পুনর্বাসন কেন্দ্র স্বপ্নের ঠিকানায় স্থানীয়দের বিনা খরচে বিভিন্ন ভাষা ও কারিগরি প্রশিক্ষনের উদ্দেশ্যে বাংলাদেশ চায়না টেকনিক্যাল ইনিষ্টিটিউটের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে ইনিষ্টিটিউটের কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানী লিমিটেড (বিসিপিসিএল)’র ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএম খোরশেদুল আলম। এসময় সহকারী ব্যাবস্থাপনা পরিচালক মি. চি, প্রকল্প পরিচালক শাহ আবদুল মাওলাসহ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তাগন, শিক্ষার্থী ও অবিভাবকগন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানী লিমিটেড (বিসিপিসিএল) ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএম খোরশেদুল আলম বরিশালটাইমসকে বলেন, ইনিষ্টিটিউটটিতে প্রাথমিক পর্যায়ে কম্পিউটার, ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল এই তিন ট্রেডে ৪৫ জন শিক্ষার্থীকে ভর্তি করা হচ্ছে। পর্যায়ক্রমে এখানে ভাষা শিক্ষাসহ আরো বিভিন্ন কোর্স চালু করার মাধ্যমে স্থানীয়দের কারিগরিভাবে সাবলম্বী হিসেবে গড়ে তোলা হবে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন