২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

পটুয়াখালী সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৩৮ অপরাহ্ণ, ১৫ অক্টোবর ২০১৯

বার্তা পরিবেশক পটুয়াখালী:: পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর নিলুফা ও তার পরিবারের উপর এসিড মামলা থেকে রেহাই পেতে আসামিরা পরিকল্পিতভাবে নিলুফাকে ইয়াবাসহ ধরিয়ে দেয়ার অভিযোগ করেছেন তার ছেলে নান্নু তালুকদার। আজ মঙ্গলবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নান্নু এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে নান্নু তালুকদার জানান, ২০০৬ সালের ১ মার্চ আসামি জাহাঙ্গীর হাওলাদার, সেলিম হাওলাদার ও আজিজ শরীফসহ অন্যান্যরা মিলে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে নান্নুর পরিবারের সদস্যদের উপর এসিড নিক্ষেপ করলে নান্নুর মা, নানী, ভাইসহ কয়েকজন এসিডদগ্ধ হয়। পরে তাদেরকে বরিশাল ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। কিছুদিনপর তার নানী গোলবানু চিকিৎসারত অবস্থায় মারা যায়। এরমধ্যে কয়েকদফা মামলা করতে গেলে আসামিদের ভয়ভীতি ও হুমকী ধামকির কারণে অসহায় পরিবারটি মামলা করতে পারেনি। এমনকি আসামিদের ভয়ে ১৩ বছর এলাকা ছাড়া ছিল ভুক্তভোগী পরিবারটি। দীর্ঘ ১৩বছর পর নান্নু সাবালক হলে চলতি বছরের গত ২৩সেপ্টেম্বর আদালতের নির্দেশে আসামিদের বিরুদ্ধে এসিড আইনে থানায় মামলা দায়ের করেন নিলুফা বেগম। এ ঘটনার ১৮দিন পর গত ১২অক্টোবর ভরদুপুরে নিলুফা বেগমকে গোসল করারত অবস্থায় পরিকল্পিতভাবে ইয়াবা দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোক দিয়ে গ্রেফতার করায়। নান্নু আরো জানান, এসিড মামলার আসামি আজিজ শরীফকে ওই মাদক মামলার প্রত্যক্ষদর্শী হিসাবে প্রধান স্বাক্ষী রাখা হয়েছে। তার অভিযোগ, আসামিরা এসিড মামলা থেকে রক্ষা পেতে এবং মামলাটি তুলে নিতেই পরিকল্পিতভাবে তার বৃদ্ধ মা কে চার পিচ ইয়াবাসহ গ্রেফতার দেখিয়ে বর্তমানে কারাগারে আটকে রেখেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচারের পাশাপাশি তার মার মুক্তি দাবি করছেন।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন