২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পদ্মা নদীতে ধানবোঝাই ট্রলার ডুবি: ২ শ্রমিক নিখোঁজ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৩০ অপরাহ্ণ, ২১ মে ২০২২

পদ্মা নদীতে ধানবোঝাই ট্রলার ডুবি: ২ শ্রমিক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে ধানবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ওই ট্রলারের ২ শ্রমিক।

আজ শনিবার সকাল ৬টায় পদ্মা সেতুর কাছে মাঝ নদীতে এই ট্রলারডুবির ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সাব-অফিসার মো. আবুল খায়ের সাংবাদিকদের জানান, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন হেলাল উদ্দিন (৩৫) এবং দাদন হোসেন (৪০)।

তিনি বলেন, ‘শিমুলিয়া ফেরিঘাট থেকে ধান নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় ট্রলারটি। পথিমধ্যে পদ্মার প্রচণ্ড স্রোত ও ঝড়ের কবলে পড়ে সেটি ডুবে। এ সময় ট্রলারে থাকা ১২-১৩ জন নদীতে ভাসতে থাকে। স্পিডবোট ও ট্রলারের মাধ্যমে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।’

তিনি আরও বলেন, ‘প্রচণ্ড স্রোতে নিখোঁজ ২ জনকে উদ্ধারে ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করতে সমস্যা হচ্ছে।’

ঢাকা থেকে ৬ সদস্যের ডুবুরিদল উদ্ধার অভিযানে যোগ দিচ্ছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘নদীতে স্রোত সহনীয় না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান শুরু করা যাচ্ছে না।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন