২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পদ্মা সেতুতে এবার পেঁয়াজবাহী ট্রাক উল্টে আহত ৩

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩৫ অপরাহ্ণ, ২৭ জুন ২০২২

পদ্মা সেতুতে এবার পেঁয়াজবাহী ট্রাক উল্টে আহত ৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে পেঁয়াজবাহী ট্রাক উল্টে তিনজন আহত হয়েছেন। আজ সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি জাজিরা প্রান্ত থেকে পদ্মা সেতু পার হয়ে আসছিল। মাওয়া প্রান্তে নামার পথে সেতুর ঢালে হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ৩ জন আহত হন। এদিকে ট্রাক উল্টে গিয়ে যাওয়ায় কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় ছড়িয়ে পড়ে পেঁয়াজ। পরে সেনাবাহিনী উল্টে যাওয়া ট্রাকটি সরানোর কাজ শুরু করে।

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য জানান, দ্রুত গতিতে গাড়িটি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ৩ জন আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ট্রাকে থাকা পেঁয়াজের মালিক সাহেদ বলেন, ফরিদপুর থেকে প্রায় ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলাম। সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এর আগে গতকাল যান চলাচল শুরুর প্রথম দিনেই এক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যু হয়। গতরাতেই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেতুর ওপর মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেয় সরকার।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন