২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:১২ অপরাহ্ণ, ২০ জানুয়ারি ২০২১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পদ্মা সেতুর নামকরণ ‘শেখ হাসিনা সেতু’ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান স্বাধীন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেন। রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, সেতু সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে বুধবার জানান ওই আইনজীবী।

আইনজীবী জানান, পদ্মা সেতুতে অর্থায়ন করতে বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা অস্বীকার করে। তারা অর্থায়ন ফিরিয়ে নেওয়ার হুমকি দেয়। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর এই দৃঢ়তার কারণেই আজ পদ্মা সেতু পূর্ণতা পেতে চলেছে।

এই বিবেচনায় পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু হওয়া উচিত।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন