২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পরকালের যাত্রী 

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ, ১০ নভেম্বর ২০২১

পরকালের যাত্রী

ফারহান ইসলাম সোহেল

======================

জীবন চলছে এক অদ্ভুত নিয়মে,

মহান আল্লাহ যেভাবে চাইছেন তবে।

এমন এক জীবন আবিষ্কার করিতে,

কেউ পারেনি আর কেউ পারিবে না ভবে।

               কেউই জানেনা কখন যে তার আসে ডাক,

         বিধাতা দিয়েছেন এক অদ্ভুত নিয়মের বেড়াজাল।

               এভুবনে আছে আসার সিরিয়াল,

              ভুবন ছেড়ে যাবার নেইতো নিয়মের তাল।

দাদার পরে বাবা আসে বাবার পরে আমি,

আমার পরে আসিবে তবে পরবর্তী বংশধরের যাত্রী,

যাবার বেলায় নেই কোন ধারাবাহিকতা রক্ষায় এ ধরনী,

দাদার আগেই নাতী হয়ে গেছেন পরকালের যাত্রী।

                            কে কার আগে কখন যে যায় চলি,

                    এ ভুবন ছেড়ে ঐ পরকালের হয়ে যাত্রী,

              কখন যে কার ডাক আসে কেউই তা না জানি,

          নিঃশ্বাসের নাই বিশ্বাস এটাই বিধাতার মূলনীতি।

পরিপূর্ণ হিসাব নিবেন মহান আল্লাহ সেথায়,

হাশরের ময়দানে অবস্থান মোদের বিচারের কাঠগড়ায়,

তিল পরিমান ছাড় দিবেন না তবে হিসেবের খাতায়,

 জান্নাত-জাহান্নাম ঠিকানা হবে যে যার কর্মধারায়।

      কি করিলাম এ ভবের মাঝে সময়ের পরিক্রমায়,

    একবারও কি হিসাব করেছি আমলের চিন্তাধারায়।

   কেউই তো জানিনা কখন ছেড়ে যাই আপন ঠিকানায়, ভুবন ছাড়ার আগেই কুরআন হাদিস মতে জীবন সাজাই।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন