২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পাথরঘাটায় পরিবেশ দিবস পালিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:২২ অপরাহ্ণ, ০৫ জুন ২০২৩

পাথরঘাটায় পরিবেশ দিবস পালিত

রুমা আক্তার, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:: ‘সবাই মিলে করবো পন, বন্ধ হবে প্লাষ্টিক দুষন, প্লাষ্টিক দুষন সমাধান, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ এ স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

আজ সোমবার (৫ জুন) বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির আয়োজনে দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি, পরিচ্ছন্ন অভিযান কার্যক্রম করা হয়। এতে অংশগ্রহণ করেন সিসিডিবি’র কমিউনিটি ক্লাইমেট রেজিলিয়েন্স সেন্টার, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, স্থানীয় শিক্ষক, শিক্ষার্থীসহ পরিবেশকর্মী। পরে বাদুরতলা বাজারে পরিচ্ছন্ন অভিযান করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিসিডিবি’র পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রি, বারি আজাদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান, সিসিডিবি’র ইনগেজ প্রকল্পের প্রজেক্ট অফিসার ফাতেমা আক্তার রিয়া, মাহমুদুর রহমান রনি, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পাথরঘাটা উপজেলা সমন্বয়ক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

বক্তারা বলেন, আজ আমাদের কারনেই পরিবেশ ধংস হয়েছে। আমাদের কারনেই জলবায়ু পরিবর্তন হয়েছে, এর দায় আমাদেরই। আবার আমাদেরই পরিবেশ রক্ষা করতে হবে। আসুন আমরা অবাধে গাছ না কেটে পরিবেশ রক্ষায় এগিয়ে আসি। গাছ লাগাই জীবন বাঁচাই।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন