১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পাথরঘাটায় ‘বন সমাবেশ’ অনুষ্ঠিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩৮ অপরাহ্ণ, ২১ মার্চ ২০২৩

পাথরঘাটায় ‘বন সমাবেশ’ অনুষ্ঠিত

রুমা আক্তার, পাথরঘাটা:: ‘করবো বন সংরক্ষণ, সুস্থ থাকবো সারাক্ষণ’ এ স্লোগানকে সামনে রেখে পাথরঘাটায় এই প্রথম বন দিবস নিয়ে ‘বন সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ মার্চ) বলেশ্বর নদ সংলগ্ন বড় টেংরা রেড ক্রিসেন্ট আশ্রয়ন কেন্দ্রে বেলা ১১ টার দিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপারস বাংলাদেশ’র যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, বন বিভাগের টেংরা বিট কর্মকর্তা মো. মনির হোসেন, সাংবাদিক ইমাম হোসেন, পরিবেশ কর্মী সাংবাদিক আরিফুর রহমান, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, টাইগার টিমের সদস্য জাকির মুন্সি, রফিকুল ইসলাম, ইব্রাহিম সাওজাল, গোলাম মোস্তফা, বেল্লাল হোসেনসহ স্থানীয় অর্ধশতাধিক।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পাথরঘাটা সমন্বয়ক সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, ‘ বন আমাদের মা, মায়ের মতো আগলে রাখে। যেমন ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরে ব্যপক ক্ষতি হয়েছিল। সে সময় যদি সুন্দরবন না থাকতো তাহলে আমাদের কোন‌ অস্তিত্ব থাকতো না। এ জন্যই আমাদের স্বার্থে, আমাদের নতুন প্রজন্মের স্বার্থে বন সংরক্ষণ করতে হবে। বন রক্ষার্থে ও বনের গুরুত্ব বোঝাতে শিশুদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয়ে পাঠদানের অন্তর্ভুক্ত করা উচিত।’

পরিবেশ সাংবাদিক আরিফুর রহমান বলেন, বন যেভাবে উজার হচ্ছে একটা সময় বন বিলুপ্ত হয়ে যাবে, ফলে আমাদের কোন‌ অস্তিত্ব থাকবে না। বন রক্ষার্থে আমাদের সচেতন হতে হবে, অন্যকেও সচেতন করতে হবে।’

বন বিভাগের টেংরা বিট কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, এত বড় বন , বন বিভাগের লোকবল কম থাকায় বনকে পাহাড়া দিতে হিমশিম খেতে হচ্ছে। বন রক্ষার্থে বন বিভাগের লোকবল বাড়ানোর জন্য সরকারের প্রতি দাবি করেন তিনি।

উপস্থিত সকলে ঐক্যবদ্ধ হয়ে অঙ্গীকার করেন ‘করবো বন সংরক্ষণ, সুস্থ থাকবো সারাক্ষণ, বন আমাদের মায়ের মতন, মাকে ধংস করবো না’।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন