২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পাথরঘাটায় ৪০ মণ মাছ জব্দ

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, ২৫ মে ২০২৩

পাথরঘাটায় ৪০ মণ মাছ জব্দ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাট থেকে বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি করার সময় পাথরঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তর ৪০ মন মাছ জব্দ করেছে। তবে এসময় কাউকে আটক করেতে পারেনি তারা।

বৃহস্পতিবার (২৫ মে) ভোর রাত ৪টা দিকে এগুলো জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১২ টি এতিমখানায় মাছগুলো ভিতরণ করে বাকি মাছ গুলো ৫৫ হাজার টাকায় বিক্রি করে তা কোষাগারে জমা দেয়া হয়।

পাথরঘাটা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার আপু বলেন, পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে মাছ বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে ভোর রাত ৪ টার দিকে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রজাতির ৪০ মন মাছ জব্দ করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার এর মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১২টি এতিম খানায় মাছ ভিতরণ করে বাকি গুলো ৫৫ হাজার টাকা নিলামে বিক্রি করে দেয়া হয়। তাদের এ অভিযান অভ্যাহত থাকবে বলেও জানান তিনি।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন