২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পাথরঘাটায় উদীচীর দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৪৬ অপরাহ্ণ, ১৭ জানুয়ারি ২০২০

বার্তা প্রতিবেদক, পাথরঘাটা:: এসো আধার করি জয়, সাম্যের নিশান উড়ায় বিশ্বময়’ এ স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর নবম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ঘুটাবাছা সাইক্লোন শেল্টারে দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন- উদীচীর বরগুনা জেলা সভাপতি অ্যাডভোকেট আ.মোতালেব মিয়া।
উদীচী পাথরঘাটা উপজেলা শাখার সহসভাপতি নারায়ন চন্দ্র রায়ের সভাপতিত্বে নবম দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

পরে দুপুর একটার দিকে অ্যাডভোকেট নাজনিন নাহার রনিকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের পাথরঘাটা উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

এতে বক্তব্য দেন বরগুনা জেলা উদীচীর শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক সুমন হাওলাদার, কেন্দ্রীয় কমিটির সদস্য আ.ছত্তার, পাথরঘাটা উপজেলার উদীচীর সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাবির হোসেন, চরদুয়ানি ইউনিয়ন কমিটির সভাপতি বাবু সুনীল চন্দ্র হাওলাদার, সাধারণ গোলাম মাওলা মিলন, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সদস্য শিল্পী কর্মকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাথরঘাটা উদীচী শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

উদীচীর দ্বিবার্ষিক সম্মেলনে কমিটি গঠনের মাধ্যমে প্রতিটি শিখা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক শিখক নিয়োগ, প্রতিটি শিখা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা, প্রতিটি উপজেলায় রাজাকারের তালিকা প্রকাশ করা,স্বাধীনতা বিরোধীদের সংগঠনের সদস্য না করাসহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন