২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পানির সন্ধানে চিত্রাহরিণ লোকালয়ে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৫৯ অপরাহ্ণ, ৩১ মার্চ ২০২৩

পানির সন্ধানে চিত্রাহরিণ লোকালয়ে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও ভোলা:: ভোলার চরফ্যাসনে মিঠা পানির সন্ধানে লোকালয়ে আসা একটি চিত্রাহরিণ উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকালে হরিণটি চরমানিকার সংরক্ষিত বনের গহীন অরণ্যে অবমুক্ত করে বন কর্মীরা। এর আগে বৃহস্পতিবার (৩০ মার্চ ) বিকেলে চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আবাসন সংলগ্ন খালে পানি খাওয়ার সময় হরিণটিকে আটক করে স্থানীয়রা।

ভোলা বন বিভাগের বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম বরিশালটাইমসকে জানান, চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আবাসন সংলগ্ন খালে একটি চিত্রা হরিণ মিঠাপানি পান করার সময় স্থানীয়রা হরিণটিকে আটক করে বনবিভাগে খবর দেয়। সেখান থেকে বন বিভাগের লোকজন হরিণটিকে উদ্ধারের পর ওমরপুর ইউনিয়নের চরমানিকা বিটের সংরক্ষিত বনের গহীন অরণ্যে অবমুক্ত করে।

তিনি আরও জানান, মিঠা পানি ও খাবারের সন্ধানে হরিণটি গহীন অরণ্য থেকে নদী সাঁতরে লোকালয়ে চলে এসেছে। হরিণটিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা ও খাবার দেয়ার পর অবমুক্ত করা হয়। অবমুক্ত করা চিত্রা হরিণটির ওজন প্রায় ৪০ কেজি হবে, জানান এই বন কর্মকর্তা।’

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন