২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চীনা প্রকৌশলীর মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, ১৫ অক্টোবর ২০১৯

পটুয়াখালী প্রতিনিধি::পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ওয়াং বিন (৫৩) নামে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী ছিলেন।

গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে সিইসিসি ক্যান্টিনের সামনে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওয়াং বিন চায়নার জিয়াংসুর সাংনজি এলাকার বাসিন্দা বলে তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জে এইচ খান লেলিন সাংবাদিকদের জানান, এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, নির্মাণাধীন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম প্রকৌশলী ওয়াং বিন স্বাভাবিকভাবে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তার মরদেহ বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানির (বিসিপিসিএল) কাছে হস্তান্তর করা হয়েছে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন