২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পিরোজপুরে আইসোলেশনে থাকা এক ব্যক্তির মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:০৩ অপরাহ্ণ, ২৯ মে ২০২০

বার্তা পরিবেশক, পিরোজপুর:: পিরোজপুর কোভিড-১৯ উপসর্গ নিয়ে জেলা হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীণ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলা হাসপাতালের আইসোলেশনে ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায় বলে জানান পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী।

মৃত ব্যক্তি মো: জাহাঙ্গীর কাজী (৫৫) পিরোজপুর শহরের পশ্চিম শিকারপুর এলাকার মৃত জোনাব আলী কাজীর পুত্র।
পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার দিকে জ¦র ও শ্বাসকষ্ট নিয়ে জাহাঙ্গীর কাজী চিকিৎসার নেয়ার জন্য হাসপাতালেআসে। পরে তার কোভিড-১৯ উপসর্গ আছে বিধায় কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর কে আইসোলেশন ইউনিটে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীণ অবস্থায় আজ বিকেল সাড়ে ৩ টার দিকে সে মারা যায়।
সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী আরো জানান, মৃত ব্যক্তির কোভিড-১৯ উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, পুলিশ কোভিট-১৯ আক্রান্ত রোগীদের দাফনের স্বাস্থ্য বিধি মেনে মারা যাওয়া ব্যক্তির দাফনের প্রস্তুতি নিচ্ছে এবং তার বসত ঘর লকডাউনের প্রক্রিয়া চলছে।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন