২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পিরোজপুরে আ’লীগ কার্যালয়ে বিএনপি-জামায়াতের আগুন!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, ০৭ নভেম্বর ২০১৮

পিরোজপুর পৌরসভার আলামকাঠি ওয়ার্ডের বাইপাস মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতারা এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ করেন।

স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে- এক ট্রাকচালক আলামকাঠি ওয়ার্ডের বাইপাস মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেখে মুদি দোকানদার মন্টু সিকদারকে ফোন দেন। ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেখতে পান। আগুনে আওয়ামী লীগ কার্যালয় ও কার্যালয়ের পাশে থাকা পারভেজ স্টোর নামে একটি মুদি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভান।

পিরোজপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান বরিশালটাইমসকে বলেন, এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জড়িত। লোকজন আগুন দেখে ছুটে এসে ১০ থেকে ১৫ জনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে।

পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল হক বলেন- আগুনের সূত্রপাত জানা যায়নি।

পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজ বরিশালটাইমসকে বলেন- খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় কারা জড়িত, এ বিষয়ে তদন্ত চলছে। ষড়যন্ত্রমূলকভাবে কেউ আগুন দিয়ে থাকলে মামলা নেওয়া হবে।

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী বরিশালটাইমসকে বলেন- বিএনপি–জামায়াতের নেতা-কর্মীরা নির্বাচনকে বানচাল করতে এ নাশকতার ঘটনা ঘটিয়েছে।

পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বরিশালটাইমসকে বলেন- ‘বিএনপি এ ধরনের নাশকতার রাজনীতি করে না। সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হচ্ছে। আমাদের বিরুদ্ধে গায়েবি মামলার দেওয়ার জন্য আওয়ামী লীগ কার্যালয়ে আগুন লাগানো হয়েছে।’

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন