১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম

পিরোজপুরে করোনা উপসর্গে ব্যবসায়ীর মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪৯ অপরাহ্ণ, ৩১ মে ২০২০

বার্তা পরিবেশক, পিরোজপুর :: পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে জেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) দুপুরে তিনি মারা যান বলে জানান পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী।

মৃত মো. শাহজাহান শেখ (৫৮) পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকার মৃত আনসার আলী শেখের ছেলে। পিরোজপুর বাজারে তিনি চালের ব্যবসা করতেন।

পিরোজপুর জেলা হাসপাতালের আরএমও ডা. নিজাম উদ্দিন জানান, শনিবার রাত ১২টার দিকে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শাহজাহান শেখ চিকিৎসার নেয়ার জন্য হাসপাতালে আসেন। পরে তার কোভিড-১৯ উপসর্গ আছে বিধায় কর্তব্যরত চিকিৎসক আইসোলেশন ইউনিটে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, স্বাস্থ্য বিধি মেনে ওই ব্যক্তির দাফনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। তার বাসা লকডাউনের প্রক্রিয়া চলছে।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন