১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পিরোজপুরে কোয়ারেন্টিনে থাকা ৭০ বছরের বৃদ্ধার মৃত্যু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, ১৯ মে ২০২০

বার্তা প্রতিবেদক, পিরোজপুর :: করোনা উপসর্গ নিয়ে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় হোম কোয়ারেন্টিনে থাকা ৭০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার রাতে নাজিরপুর উপজেলার শ্রীরামাকাঠী ইউনিয়নের বালিবাবলা গ্রামে তার মৃত্যু হয়। মৃত ওই বৃদ্ধা সদর উপজেলার শিকদার মল্লিকের কুমারচিরা গ্রামের বাসিন্দা ছিলেন।

নাজিরপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে বারী জানান, ওই নারী তার ভগ্নিপতির বাড়িতে গত এক মাস আগে বেড়াতে আসেন। কিন্তু ঢাকা থেকে আসা তার বোনের মেয়ের করোনা শনাক্ত হওয়ায় গত ১৬ মে ওই বাড়ি লকডাউন করা হয়।

সোমবার সন্ধ্যায় হঠাৎ শ্বাসকষ্ট ও ডায়েরিয়া শুরু হয় ওই বৃদ্ধার। খবর পেয়ে হাসপাতালের তিন সদস্যের একটি চিকিৎসক দলকে ওই নারীর চিকিৎসার জন্য সেখানে পাঠানো হয়। হোম কোয়ারেন্টিনে থাকা ওই নারী করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ওই বাড়ির সবাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হবে বলে জানান তার স্বজনরা।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন