২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পিরোজপুরে ছাত্রদলের সভায় ছাত্রলীগের হামলা ভাঙচুর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:০৩ অপরাহ্ণ, ১৭ অক্টোবর ২০১৭

পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রদলের সভা চলাকালে একদল ছাত্রলীগকর্মী হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়।

এতে ৫জন আহত হয়েছে বলে ছাত্রদল দাবি করেছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের চাপট্টি সড়কে উপজেলা বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মাইনুল ইসলাম বরিশালটাইমসকে জানান, মঠবাড়িয়া সরকারী কলেজে ছাত্রদলের কমিটি গঠনের লক্ষে কলেজ ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে উপজেলা বিএনপি কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠি হয়। সভা শেষে দুপুর ১২টার দিকে ছাত্রলীগের ১৫/২০ জন কর্মী অফিসে ঢুকে হামলা চালায়। এ সময় তারা অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করে। এতে পাঁচজন আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মঠবাড়িয়া সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম দাবি করেন, ছাত্রলীগ কর্মীদের হামলায় সে সহ পাঁচজন আহত হয়েছে। এ ছাড়াও উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক নাঈম ইসলাম, ছাত্রদল নেতা মো. মোর্তজা, অজ্ঞাত একজন পথচারীসহ পাঁচজন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে ছাত্রলীগের বিরুদ্ধে আনিত হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম সোহেল বরিশালটাইমসকে বলেন, ছাত্রদলের কলেজ কমিটি গঠন নিয়ে আভ্যন্তরীণ কোন্দলে নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. মাজহারুল আমীন বরিশালটাইমসকে বলেন, বিএনপি কার্যালয়ে বিশৃঙ্খলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন