২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

পিরোজপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২০

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫৯ অপরাহ্ণ, ০১ মার্চ ২০২১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও পিরোজপুর::  পিরোজপুরে ধান ভাঙানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১ মার্চ) সদর উপজেলার দুর্গাপুর ও টোনা ইউনিয়নের দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় তিনজনকে আটক করে পুলিশ।

বাকিরা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টোনা ইউনিয়ন থেকে খালের অন্যপ্রান্তে চুঙ্গাপাশা বাজার রাইচ মিলে ধান ভাঙানোর জন্য নিয়ে যান রাকিব নামে এক যুবক। এ সময় রাইচ মিলের লোকজন তার কাছ থেকে অতিরিক্ত চাল নিয়েছে বলে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি রাইস মিলের মালিক আমিনুল ইসলামের মাথা ফাটিয়ে দেন। বিষয়টি ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের শুরু হয়। এতে দুই পক্ষের সহস্রাধিক মানুষ অংশ নেয়। পরবর্তীতে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পিরোজপুর জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন বরিশালটাইমসকে বলেন, ‘চুঙ্গাপাশা বাজারের আমিনুল ইসলামের রাইচ মিলে রাকিব কাজী নামের এক যুবক ধান ভাঙাতে যান। এসময় রাইচ মিলের কর্মচারীরা চাল রেখে দেয়ার অভিযোগে রাকিবের সঙ্গে কর্মচারীদের বাগবিতণ্ডা হয়। এসময় ওই ব্যক্তি রাইচ মিলের মালিকের মাথা ফাটিয়ে দেন।’

পিরোজপুর সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল তিনজন আটকের সত্যতা নিশ্চিত করে বরিশালটাইমসকে বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

13 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন