১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পিরোজপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, ০৯ জানুয়ারি ২০২১

মজিবর রহমান, মঠবাড়িয়া:: পিরোজপুরে সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৯ জানুয়ারী) দুপুরে পিরোজপুর সদর থানার আয়োজনে থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।

পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) নুরুল ইসলাম বাদল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান, বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিক গৌতম রায় চৌধুরী, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রভাষক কাজী জাহাঙ্গীর আলম, শংকরপাশা ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, আব্দুস সালাম বাতেন, মিনারা বেগম, কাউন্সিলর প্রার্থী আরিফ হোসেন মনু, শারিকতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমীর হোসেন মাঝি প্রমুখ।

সভায় পিরোজপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শেণি পেশার মানুষ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান আইন-শৃঙ্খলা সম্পর্কিত ১৬ জানুয়ারি পিরোজপুর পৌরসভা নির্বাচনে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোন অবনতি না হয় এজন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রতি আহবান জানিয়ে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে বলে সকলকে আশ্বস্ত করেন ।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন