২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পিরোজপুরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যাচেষ্টা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৫৭ অপরাহ্ণ, ২২ অক্টোবর ২০২০

নিজস্ব প্রতিবেদক, মঠবাড়িয়া:: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বসির মুন্সী (৩৫) নামের এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। বুধবার রাতে উপজেলার শাখারীকাঠি গ্রামের ঘটনা এটি। গুরুতর জখম বসির মুন্সীকে আজ বৃহস্পতিবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বসির মুন্সী উপজেলার শাখারীকাঠি গ্রামের মৃত আবদুস সালাম মুন্সীর ছেলে।

স্থানীয়, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে- বসির মুন্সী উপজেলার শাখারীকাঠি গ্রামের বাড়িতে মাকে নিয়ে থাকতেন। তার স্ত্রী চট্টগ্রামের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। ওই দম্পতির তিন সন্তান উপজেলার কালীরহাট গ্রামে নানাবাড়িতে থাকে। সম্প্রতি বসির মুন্সীর মা মেয়ের বাড়িতে বেড়াতে যান। বুধবার রাতে বসির মুন্সী ঘরে একা ছিলেন। রাত পৌনে ১১টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা জানালা ভেঙে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে বসির মুন্সীকে গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় বসির মুন্সীর চিৎকার শুনে পাশের ঘরে থাকা ভাই ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বুধবার রাতে বসির মুন্সী ঘরে একা ছিলেন। রাত পৌনে ১১টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা জানালা ভেঙে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে বসির মুন্সীকে গলা কেটে হত্যার চেষ্টা করে।

আহত বসির মুন্সীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। আজ ভোর চারটার দিকে তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফেরদৌস ইসলাম বরিশালটাইমসকে বলেন- বসির মুন্সীর গলায় ধারালো অস্ত্রের জখম রয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বসির মুন্সীর বড় ভাই নাসির মুন্সী বরিশালটাইমসকে বলেন- ‘গতকাল রাত পৌনে ১১টার দিকে বসিরের চিৎকার শুনে আমি তাঁর ঘরে গিয়ে দেখি, তার (বসির) গলা দিয়ে রক্ত বের হচ্ছে। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। পূর্বশত্রুতার জের ধরে বসিরকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে।’

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজেড এম মাসুদুজ্জামান বরিশালটাইমসকে বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বসির মুন্সীকে হত্যাচেষ্টায় জড়িতদের খুঁজে বের করার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন