২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পিরোজপুরে সাঈদীপুত্রের বিরুদ্ধে বিক্ষোভ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩৬ অপরাহ্ণ, ১১ ডিসেম্বর ২০১৮

একাদশ সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী শামীম বিন সাঈদীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে।

শামীম বিন সাঈদী মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে। ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে লড়ছেন শামীম সাঈদী।

মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা কমান্ড ও প্রজন্ম-৭১ ব্যানারে শামীম সাঈদীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নাজিরপুর প্রেস ক্লাবের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিম ও সাধারণ সম্পাদক সুমন হাওলাদার প্রমুখ।

সভায় বক্তারা ২০ দলীয় জোটের প্রার্থী শামীম বিন সাঈদীকে প্রত্যাখ্যান করে সংসদ নির্বাচনে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের অযোগ্য ঘোষণার দাবি জানান।’

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন