২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

পিরোজপুর পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:০৯ অপরাহ্ণ, ০৯ জানুয়ারি ২০২১

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর:: আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে পিরোজপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে পিরোজপুর সদর থানার আয়োজনে থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাঃ নূরুল ইসলাম বাদল, শিক্ষক, সাংবাদিক এবং ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।
ওপেন হাউসে ডে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা সদর উপজেলা এবং পিরোজপুর শহরে আইনশৃঙ্খলার সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সমস্যাগুলো দ্রুত সমাধানের কথা জানান পুলিশ সুপার।

এছাড়া ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন অবনতি না হয় এজন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের প্রতি আহবান জানান পুলিশ সুপার। আর নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পিরোজপুরের কাউখালী উপজেলায় ঘরের পাশে পুকুরে ডুবে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের পূর্ব আমরাজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম তায়েবা। সে একই এলাকার কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো.তরিকুল ইসলাম রুবেল এর মেয়ে।

শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে তিনটার দিকে ১৪ মাস বয়সী এ শিশুটি পরিবারের সদস্যদের চোখের আড়ালে ঘর থেকে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেল চারটার দিকে তাকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ভাসতে দেখা গেলে শিশুটিকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন