২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

সংযোগের নামে পল্লী বিদ্যুতের অর্থ আদায়, দুদকের অভিযান

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩০ অপরাহ্ণ, ১০ ডিসেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, পিরোজপুর:: নতুন সংযোগ দেওয়া, মিটার স্থাপন, লোড বৃদ্ধি, বিদ্যুতের ট্রান্সফরমার পরিবর্তনসহ প্রতিটি সেবার জন্য গ্রাহকদের বাড়তি টাকা দিতে বাধ্য করার অভিযোগে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিযান চালিয়েছে দুদকের বরিশাল জেলা কার্যালয়ের একটি টিম।

দুদক জানায়, পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন সংযোগের জন্য আবেদন ফি ১০০ টাকা, সদস্য ফি ৫০ টাকা ও মিটার জামানত হিসেবে ৬০০ টাকা নেওয়ার কথা থাকলেও প্রতিটি সংযোগে ঘুষ

হিসাবে অতিরিক্ত দাবি করার প্রমাণ পেয়েছে দুদক টিম। অভিযানের সময় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের নাম ব্যবহার করে অর্থ দারি করা দুই দালালকে আটক হয়।

এছাড়া শ্রীমঙ্গলে রেললাইনে ঝুঁকিপূর্ণ স্লিপার ব্যবহার এবং রাজধানীর একটি সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুটি অভিযান চালানো হয়েছে।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন