২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পিরোজপুর/ বুক-পেট জোড়া লাগানো দুই শিশুর জন্ম

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, ১৬ মার্চ ২০২১

এপেক্স ক্লিনিকের চিকিৎসক ডা. অরুণ চন্দ্র মণ্ডল বরিশালটাইমসকে বলেন, ইন্দুরহাটের সেবা ক্লিনিকের আল্ট্রাসনোগ্রাম রিপোর্টসহ চিকিৎসাপত্র দেখে ফারজানাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। ওই রিপোর্টে একটি বাচ্চা থাকার কথা উল্লেখ থাকায় তিনি সহজভাবেই অপারেশন করেন। পরে জোড়া লাগানো দুই শিশু ভূমিষ্ঠ হলে তাদের অবস্থা গুরুতর দেখে শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: স্বরূপকাঠিতে বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো দুই শিশুর জন্ম হয়েছে। ফারজানা আক্তার নামে এক গৃহবধূ জোড়া লাগানো শিশু দুটির জন্ম দেন। আজ মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে এপেক্স ক্লিনিকে ফারজানাকে অপারেশন করার পর জোড়া লাগানো ওই শিশুদের দেখতে পেয়ে ডা. অরুণ চন্দ্র মণ্ডল হতভম্ব হয়ে যায়। সদ্য জন্ম নেয়া পেটে জোড়া লাগানো সংকটাপন্ন ওই শিশুদের উন্নত চিকিৎসার জন্য জরুরিভাবে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বলদিয়া ইউনিয়নের বয়ারহুলা গ্রামের দরিদ্র রাসেল মিয়ার গর্ভবতী স্ত্রী ফারজানাকে জরুরি সিজার করার জন্য মঙ্গলবার দুপুরে এপেক্স ক্লিনিকে ভর্তি করা হয়।

এপেক্স ক্লিনিকের চিকিৎসক ডা. অরুণ চন্দ্র মণ্ডল বরিশালটাইমসকে বলেন, ইন্দুরহাটের সেবা ক্লিনিকের আল্ট্রাসনোগ্রাম রিপোর্টসহ চিকিৎসাপত্র দেখে ফারজানাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। ওই রিপোর্টে একটি বাচ্চা থাকার কথা উল্লেখ থাকায় তিনি সহজভাবেই অপারেশন করেন। পরে জোড়া লাগানো দুই শিশু ভূমিষ্ঠ হলে তাদের অবস্থা গুরুতর দেখে শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।

আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে ভুল থাকার বিষয়টি জানতে চাইলে সেবা ক্লিনিকের ব্যবস্থাপক বাচ্চু মিয়া বরিশালটাইমসকে জানান, প্রায় এক মাস আগে ওই রিপোর্ট দিয়েছেন ডা. প্রিতিশ কুমার নামে তাদের এক চিকিৎসক। ওই সময় বাচ্চা ছোট থাকায় বিষয়টি নিয়ে ওই চিকিৎসকের কিছুটা সন্দেহ হলে তিনি রোগীকে আরও একবার আল্ট্রাসনোগ্রাম করতে বলেছিলেন; কিন্তু রোগী আর আসেননি।

বিষয়টি জানার জন্য চেষ্টা করেও ডা. প্রিতিশ কুমারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন