২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পুলিশ সেজে টাকা হাতিয়ে নিতেন রিফাত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০৬ অপরাহ্ণ, ১৫ ডিসেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন::: ফেসবুকে পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিচয় দিয়ে ফ্রিল্যান্সিং করার নামে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।

রোববার দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মোস্তফা কামাল। তিনি জানান, দিনাজপুর জেলার পাহাড়পুর এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।

পুলিশ সুপার মোস্তফা কামাল জানান, রিফাত নিজেকে ফেসবুকে কাউন্টার টেররিজম ইউনিটের ডেপুটি কমিশনার এবং সিআইডির অফিসার পরিচয় দেয়। বিষয়টি সাইবার মনিটরিং টিম পর্যবেক্ষণে রেখে তাকে শনাক্ত করার চেষ্টা করছিল। এরই মধ্যে সিআইডি সাইবার পুলিশ সেন্টারের ফেসবুক পেজে বেশ কিছু ব্যক্তি রিফাতের আইডি সম্পর্কে অভিযোগ করেন।

তাদের অভিযোগ, রিফাত নিজেকে পুলিশের এডিসি পরিচয় দিয়ে তাদের ফ্রিলান্সিং করার জন্য রকেট অ্যাকাউন্টে ১০ থেকে ২০ হাজার করে টাকা নিচ্ছেন।

তিনি আরো জানান, সাইবার মনিটরিং চলাকালীন দেখা যায় যে, রিফাত আহমেদ নামের ওই ফেসবুক ব্যবহারকারী তার অ্যাকাউন্টের প্রোফাইল এবং কভার ছবিতে পুলিশের ছবি ব্যবহার করেছেন। পরে তার ফেসবুক আইডি ঘেঁটে দেখা যায়, তিনি বিভিন্ন সময়ে ফ্রিল্যান্সিং করার জন্য তার ব্যবহৃত ফেসবুক আইডিতে পোস্ট দেন।

গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিআইডি জানায়, রিফাত আহমেদ বিগত কয়েক মাস ধরে প্রায় ২০-৩০ জনের কাছ থেকে কখনো পুলিশের এডিসি আবার কখনো ডিআইজি পরিচয় দিয়ে রকেট অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ গ্রহণ করে আসছিল।

সিআইডির এই কর্মকর্তা জানান, এমন অভিযোগের ভিত্তিতে সাইবার মনিটরিং এবং সাইবার ইনভেস্টিগেশন টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে যে, দিনাজপুর জেলার পাহাড়পুর নামক স্থানে বসে রিফাত তার ফেসবুক আইডিটি পরিচালনা করছে। পরে দিনাজপুর জেলার পাহাড়পুর থেকে মো. রিফাত আহমেদকে গ্রেপ্তার করা হয়।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন