২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পেঁয়াজের দাম বৃদ্ধিতে সারাদেশে হরতাল কর্মসূচি ঘোষণা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৫৫ অপরাহ্ণ, ১৬ নভেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:: পেঁয়াজের ডাবল সেঞ্চুরীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ ও অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) অর্ধদিবস সারাদেশে হরতাল ডেকেছে আদর্শ নাগরিক আন্দোলন।

আজ শনিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশবাসীকে অর্ধদিবস হরতাল পালনের জন্য আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. আল-আমিন।

এছাড়ও যেসব কর্মসূচি ঘোষণা করেছে এ সংগঠনটি-

১। হরতালের সমর্থনে আজ শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর রামপুরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

২। আগামীকাল রবিবার (১৭ নভেম্বর) বিকাল ৩টায় রাজধানীর পল্টনন্থ শিশু কল্যাণ পরিষদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

৩। সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৩টায় রাজধানীর পল্টনসহ সারাদেশে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

৪। মঙ্গলবার (১৯ নভেম্বর) ও বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টন, ফার্মগেট, রামপুরাসহ সারাদেশে মশালসহ হরতালের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হবে।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন