২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পোশাক দিয়ে রশি বানিয়ে হাসপাতাল থেকে করোনা রোগীর পলায়ন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:০৬ অপরাহ্ণ, ০৭ এপ্রিল ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: নিজের কাপড় দিয়ে রশি বানিয়ে হাসপাতাল থেকে পালিয়েছেন ভারতীয় এক করোনাভাইরাস রোগী।
৬০ বছর বয়সী ওই রোগী তাবলিগ জামাতের একজন সদস্য। তিনি দিল্লির মারকাজ নিজামুদ্দিন মসজিদের জমায়েতে অংশ নিয়েছিলেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এমন তথ্য জানা গেছে।

সোমবার দিবাগত রাতে উত্তর প্রদেশের একটি সরকারি হাসপাতাল থেকে তিনি পালিয়ে গেছেন।

আইসোলেশন ওয়ার্ডের জানালার শার্সি ভেঙে নিজের পোশাক দিয়ে দড়ি বানিয়ে ফ্লোর বেয়ে নিচে নেমে তিনি পালিয়ে যান। শুক্রবার বাগপাত এলাকার একটি কমিউনিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল।

দিল্লির তাবলিগ জামায়াতের জমায়েতে অংশ নেয়া নেপাল থেকে আসা ১৭ জনের একটি গ্রুপের অংশ হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পলায়নের পর তার খোঁজে তল্লাশি চলছে। পলাতক ওই রোগীর ব্যবহার ভালো ছিল বলে জানিয়েছেন চিকিৎসক।

হাসপাতালের প্রধান আরকে ট্যান্ডন বলেন, তার ব্যবহার ছিল ভালো। কারও কোনো সমস্যা যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতেন। তার পালিয়ে যাওয়ার ঘটনায় সবাই আশ্চর্য হয়েছেন।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন