১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

প্যারিসে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু, আহত ২৭

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:১৮ পূর্বাহ্ণ, ২৩ জুন ২০১৯

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু এবং আরেকজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে প্যারিস ১১ এর রুই দ্যু ন্যমুর এর একটি ছয়তলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় মোট ২৭ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে এরই মধ্যে তদন্তে নেমেছে সংশ্লিষ্টরা। ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ার পর আত্মরক্ষার্থে সেখান থেকে একজন ছয়তলার জানালা দিয়ে লাফ দেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এদিকে, অগ্নিকাণ্ডের প্রায় চার ঘণ্টার মধ্যে ফ্রান্সের দমকল বাহিনীর ২শ’ কর্মীর প্রচেষ্টায় স্থানীয় সময় সকাল ৮টা ৪৫মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার ক্যাপ্টেন ফ্লোরিয়ান লইন্টিয়ার জানান, এ ঘটনায় ধোয়াজনিত কারণে শ্বাসকষ্টে মোট ২৭ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন