১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

একটি মাছ ধরে লাখোপতি ভিক্ষুক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:০৭ অপরাহ্ণ, ০২ অক্টোবর ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: একটি মাছ শিকার করে রাতারাতি লাখোপতি হয়ে গেলেন পুষ্প কর নামের এক ভিক্ষুক। ৫২ কেজি ওজনের ওই ভোলা মাছটি তিন লাখ টাকায় বিক্রি হয়েছে। গত শনিবার নদীতে ঝাঁপ দিয়ে ভাসতে থাকা ওই বিরাট মাছটি ধরেন। ঘটনাটি ভারতের। দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই নারী চাকফুলদুবী গ্রামের বাসিন্দা।

গত শনিবার নদীতে ঝাঁপ দিয়ে ভাসতে থাকা ওই বিরাট মাছটি ধরেন। এরপর মাছটি পাড়ে তোলেন। স্থানীয় লোকেরা তাকে সাহায্য করেন মাছটি বাজারে নিয়ে যেতে। ভোলা মাছ বলে ওটা চিহ্নিত করা হয়। মাছটি সম্ভবত কোনো ভেসেলের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণ হারায়। স্থানীয় বাজারে মাছটি বিক্রি হয় ৬ হাজার ২০০ টাকা কেজি দরে। স্থানীয়দের বক্তব্য- ইতোমধ্যেই মাছটির পচন শুরু হয়ে গেছে, নইলে আরও বেশি দাম পাওয়া যেত।

এত বড় মাছ সাধারণত খাওয়া যায় না, কারণ মাছের খাবার অংশটা রাবারের মতো হয়ে যায়। তবে ওই মাছের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ, তেল ইত্যাদি রফতানি হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে। সেই সব জায়গাতে রপ্তানি করে ভালো অর্থ পাওয়া যায়।’

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন