১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

প্রচার-প্রচারণায় জমজমাট নিউজ এডিটরস কাউন্সিল বরিশালের নির্বাচন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:১৩ অপরাহ্ণ, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

মজিবর রহমান নাহিদ :: প্রচার-প্রচারণায় উৎসবমূখর হয়ে উঠেছে নিউজ এডিরটস্ কাউন্সিল বরিশালের নির্বাচন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততোই জমে উঠছে। আগামী ১৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ৩পদের বিপরীতে ভোটযুদ্ধে লড়াই করবেন ৬ প্রার্থী। সভাপতি পদে সংগঠনের সদ্য সাবেক সভাপতি হাসিবুল ইসলাম (ল্যাপটপ) ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান (ক্যামেরা), সাধারণ সম্পাদক পদে সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার রাকিব (কি-বোর্ড) ও রিয়াজ পাটোয়ারী (মাউস), সাংগঠনিক সম্পাদক পদে সদ্য সাবেক কোষাধ্যক্ষ রিপন হাওলাদার (দোয়াত কলম) ও হুমায়ন কবির রোকন (প্রিন্টার) প্রতীক নিয়ে লড়াই করবেন।

গত ১২ই ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয় প্রচার-প্রচারণা। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন সকাল থেকে রাত পর্যন্ত। পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে সর্বত্র। পুরো মিডিয়া পাড়ার দৃষ্টি এখন নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশালের নির্বাচন। প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকেও। প্রার্থীরা ভোট এবং দোয়া প্রার্থনা করে দিচ্ছেন নানা রকম পোস্ট। আবার কোন কোন প্রার্থী চালাচ্ছেন ভিডিও প্রচারণাও।

বৃহত্তর বরিশালের বার্তা সম্পাদকদের এই সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছাড়া আরও ০৫ পদের প্রার্থীরা হলেন সহ-সভাপতি এম.কে রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, কোষাধ্যক্ষ আকিব মাহমুদ, ক্রীড়া সম্পাদক মজিবর রহমান নাহিদ ও দপ্তর সম্পাদক আল-আমীন গাজী। এই ০৫ প্রার্থীর কোন প্রতিদ্ব›িদ্ব না থাকায় এরা বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ের পথে।

নির্বাচন কমিশনার আমিনুল শাহীন বলেন- ‘নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশাল গঠতন্ত্র অনুযায়ী গনতান্ত্রিক ভাবে নেতা নির্বাচনের লক্ষ্যে নির্বাচনের আয়োজন করেছে। সংগঠনের প্রথম এই নির্বাচন আশা করছি খুবই জাকজমপূর্ণ হবে।’

প্রধান নির্বাচন কমিশনার বিধান সরকার বলেন- ‘উৎসবমূখর ভাবে মনোনায়ন বিক্রি-জমা ও প্রতীক বরাদ্ধ অনুষ্ঠিত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ই ফেব্রুয়ারি শান্তিপূর্ণভাবে নিউজ এডিটরস কাউন্সিল বরিশালের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

১৭ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল ৪টায় শেষ হবে প্রচার-প্রচারণা। পরবর্তীতে ১৮ ফেব্রুয়ারি সোমবার অশ্বিনী কুমার হলে সকাল ১০ থেকে ১২ টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করবেন সংগঠনের সদস্যরা।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন