২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

প্রতি মাসে ১ লাখ টাকা করে পাবে চ্যাম্পিয়নরা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:১৫ অপরাহ্ণ, ১২ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: বিশ্বজয়ী ক্রিকেটাররা যেন হারিয়ে না যায়, সে জন্য তাদের নিয়ে বড় পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। বিশ্ববিজয়ী বীরদের বরণ করে নেয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সে কথাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

অধিনায়ক আকবর আলিকে পাশে বসিয়ে বিসিবি সভাপতি পরিকল্পনার কথা জানাতে গিয়ে বলেন, অনূর্ধ্ব-২১ দল গঠন করা হবে বিশ্বকাপজয়ী যুবাদের নিয়ে। প্রত্যেক ক্রিকেটার ২ বছর করে বিসিবির তত্ত্বাবধানে থাকবেন এবং এই সময় একেকজন প্রতিমাসে পাবেন ১ লক্ষ টাকা করে!

পাপন বলেন, আমরা তো এর আগে অনেক কিছু করেছি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছি। প্রায় সব বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে সিরিজ জিতেছি। এর আগে কখনো হয়নি এগুলো। কিন্তু এটার কাছে সেসব সাফল্য কিছুই না। বিশ্বকাপ, বিশ্বকাপই।

এখন পর্যন্ত জাতীয় দল কখনই আইসিসির কোনো বৈশ্বিক আসরে ফাইনাল তো দূরের কথা, সেমিফাইনালেও উঠতে পারেনি। সেখানে কিশোরদের এই শিরোপাজয়ে নিজে কোনো কৃতিত্ব নিতে রাজি নন পাপন, ‘আমার সময় বলে কোন কথা নয়।’

‘সবচেয়ে বড় কথা হলো, যত টুর্নামেন্টই হোক না কেন; ২ বছর বিশ্বকাপ চ্যাম্পিয়ন থাকবে বাংলাদেশ, এটাই তো শান্তি।’

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন