২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট, উজিরপুরে যুবদল কর্মী আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, ০৪ মার্চ ২০১৭

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে মিজানুর রহমান হাওলাদার (৩৫) নামে এক যুবদলকর্মীকে উজিরপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার সোনার বাংলা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। শনিবার বিকালে তার নিজ বাড়ি থেকে থানা পুলিশ তাকে আটক করে।

জানা গেছে, মন পাগল নামক একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে বিকৃতি করে কু-রুচিপূর্ন পোস্ট করা একটি ছবি শনিবার দুপুর ২টা ৪ মিনিটে ওই যুবদল কর্মী নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করে। এ সংবাদের ভিত্তিতে উজিরপুর থানা পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে মিজানুর রহমান হাওলাদারকে তার বাড়ি থেকে আটক করে।

এ ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সত্যতা স্বীকার করে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেন জানান, প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি করে মিজান তার ফেসবুকে শেয়ার করায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত মিজান বিএনপি-জামায়াত জোটের হরতাল অবরোধ চলাকালে গাড়িতে পেট্রোল বোমা হামলাসহ কমপক্ষে পাঁচটি মামলার এজাহারভুক্ত আসামি।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন