২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

প্রস্তুতি ম্যাচে হাসলো সৌম্যর ব্যাট

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:০৪ অপরাহ্ণ, ১৯ নভেম্বর ২০১৮

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে নিয়মিতই রান করছেন বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ফিরেছিলেন ওয়ানডে ক্রিকেটে, হাঁকিয়েছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। সে ধারাবাহিকতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তাকে নেয়া হয়েছে দলে।

মূল সিরিজ শুরুর আগে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দুইদিনের প্রস্তুতি ম্যাচে আবারও রান করে সৌম্য জানান দিলেন জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত রয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজ ‘ফ্রন্ট’ দলের বিপক্ষে ৭৮ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন সৌম্য।

প্রথম দিনের ৩০০ রানের সাথে আর মাত্র ৩ রান যোগ করেই দ্বিতীয় দিনে নিজেদের ইনিংস ঘোষণা করে দেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে দুই ওপেনার সাদমান ইসলাম অনিক ও সৌম্য সরকারও দেখান ব্যাটিং আধিপত্য। ৩৪.২ ওভারের উদ্বোধনী জুটিতে দুজন মিলে যোগ করেন ১২৬ রান।

সফরকারী বোলারদের মুখে হাসি ফুটিয়ে ব্যক্তিগত ৭৮ রানের মাথায় ফিরে যান সৌম্য। ১০৩ বলের ইনিংসে ১০টি চারের পাশাপাশি ৩টি বিশাল ছক্কা হাঁকান তিনি।

সৌম্য ফিরে গেলেও অপর প্রান্তে টিকে রয়েছেন সাদমান। তিনিও তুলে নিয়েছেন নিজের ফিফটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ ওভার শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের সংগ্রহ ১ উইকেটে ১৪৫ রান। ১৩৩ বলে ৯ চারের মারে ৫৬ রানে অপরাজিত সাদমান। তিনে নামা নাজমুল হোসেন শান্ত খেলছেন ২৯ বলে ১০ রান নিয়ে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন