১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম

প্রাথমিকে পদ শূন্য ৪০৩, ব্যাহত পাঠদান

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:২০ অপরাহ্ণ, ২৪ জানুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন:: শিক্ষক সংকটে ভুগছে রাঙামাটির সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। ফল ব্যাহত হচ্ছে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম। শিক্ষক সংকটের কারণে ঝড়ে পড়ছে শিক্ষার্থীর সংখ্যা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা জানায়, জেলায় মোট ৭০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সরকারি এসব বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিদ্যালয় ৮৬টি, ১৯টি কিন্ডারগার্টেন, কমিউনিটি বিদ্যালয় একটি, রেজিস্ট্রেশন বিদ্যালয় দুইটি, এনজিও ভিত্তিক পূর্ণাঙ্গ ছয়টি, এবতেদায়ী (স্বতন্ত্র) আটটি এবং ১২টি উচ্চ মাদরাসা রয়েছে।

এরমধ্যে সরকারি বিদ্যালয়গুলোতে ১৫১টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অতিরিক্তভাবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এছাড়া ২৫২ জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। তবে ২০১৯ সালে ১২৪ জন সহকারী শিক্ষক নিয়োগ দিয়েছে জেলা পরিষদ। তবে তাদের কর্মস্থল এখনো ঠিক করেনি কর্তৃপক্ষ। নিয়োগকৃত শিক্ষকদের তাদের কর্মস্থলে পাঠানো গেলে শিক্ষক সংকট কিছুটা লাঘব হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম বলেন, আমাদের এখনো প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সংকট রয়েছে। সহকারী শিক্ষক রাঙামাটি জেলা পরিষদ নিয়োগ দিতে পারলেও প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয় শিক্ষা অধিদপ্তর থেকে। তবে সরকার আন্তরিক হলে শিক্ষক সংকট দূর হয়ে যাবে।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন