১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ফেসবুক পোস্ট নিয়ে রণক্ষেত্র, পুলিশের গুলিতে নিহত ৩

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, ১২ আগস্ট ২০২০

বার্তা পরিবেশক অনলাইন:: ফেসবুকে বিতর্কিত একটি পোস্টকে ঘিরে রণক্ষেত্র তৈরি হয়েছে ভারতের বেঙ্গালুরুতে। সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন পুলিশ সদস্য। এ ঘটনায় দেশটিতে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১১০ জনকে।

সংঘর্ষের সূত্রপাত কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির ভাগ্নের একটি পোস্ট ঘিরে। গতকাল মঙ্গলবার শ্রীনিবাসের ভাগ্নে ফেসবুকে ‘বিতর্কিত’ একটি পোস্ট করেন। এরপরই পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়ে জনতা। বিধায়কের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু হয়। বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে বিক্ষুব্ধরা। ২-৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর হামলাকারীরা ডিজে হাল্লি থানায় গিয়েও ভাঙচুর চালায়।

সংঘর্ষ থামাতে গেলে অতিরিক্ত কমিশনারসহ ৬০ জন পুলিশ সদস্য আহত হয়েছে এবং পুলিশের গুলিতে ৩ জন মারা গিয়েছে বলে খবর পাওয়া গেছে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন