২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ফেসবুক ব্যবহারে ন্যূনতম যোগ্যতা থাকা উচিত: শানু

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩২ অপরাহ্ণ, ২৮ নভেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:: ২০০৫ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম মুকুট বিজয়ী শানারৈ দেবী শানু। শুধু তাই নয়, নৃতাত্ত্বিক জনগোষ্ঠির মধ্যে মূল ধারার কোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে সেখানেও প্রথম বিজয়ী হন তিনি। এরপর টিভি পর্দায় অভিনয় শুরু করেন। কাজ করেছেন অনেক নাটকে। একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি, যেটি মুক্তি পেয়েছে গত বছরে।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে এসে ফেসবুক নিয়ে নানান মন্তব্য করেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ফেসবুক ব্যবহারে ন্যূনতম যোগ্যতা থাকা উচিত। তবে সেটা শিক্ষাগত যোগ্যতা নয়, বরং একটা বোধের জায়গা থাকা উচিত। যাদের এই জায়গাটা স্ট্রং আছে তাদেরই ফেসবুকটা চালানো উচিত।

শানু মনিপুরী সম্প্রদায়ের মেয়ে। তার বাবা একজন নামকরা কবি। তবে নিজের মধ্যে যে কবিত্ব আছে, সেটা তিনি আবিষ্কার করেছেন ২০১৬ সালে এসে! এর আগে লেখালেখির প্রতি আগ্রহ ছিলো না তার।

এই লাক্সতারকার অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য বৈরাগী, পলাশ ফুলের গন্ধ, কবি, সাকিন সারিসুরি, আহ ফুটবল বাহ্ ফুটবল, আরমান ভাই বিরাট টেনশনে, চোরকাব্য, আপনঘর, কবিরাজ গোলাপ শাহ ও কর্তাকাহিনি

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন