২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বগুড়াতেও খালেদার মনোনয়ন বাতিল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:০৭ অপরাহ্ণ, ০২ ডিসেম্বর ২০১৮

ফেনী-১ আসনের মতো বগুড়া-৬ ও ৭ আসনেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার। তবে বগুড়া-৬ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া বগুড়া-৬ আসনেই খালেদা জিয়ার উপদেষ্টা ও পৌর মেয়র অ্যাড. মাহবুবুর রহমান পদত্যাগ না করে মনোনয়নপত্র জমা দেয়ায় তার মনোনয়নও বাতিল করা হয়েছে।

রোববার দুপুরে মনোনয়পত্র বাছাইয়ের পর এ ঘোষণা দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ফয়েজ আহমেদ।

সম্প্রতি বিচারিক (নিম্ন) আদালতে দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত হলে আপিলে বিচারাধীন অবস্থায় কোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে আদেশ দেন হাইকোর্ট। এ আদেশের প্রেক্ষিতেই খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এদিকে সকালে একই কারণে ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনেও খালেদা জিয়ার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন দুটি দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় নিম্ন আদালতের রায় স্থগিত, সাজা ভোগ বাতিল ও জামিন চেয়ে উচ্চ আদালতে আপিল করেছেন। আর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় উচ্চ আদালত সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন