১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বঙ্গোপসাগরে ২ ট্রলারডুবি, ৭ জেলে নিখোঁজ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, ১৩ সেপ্টেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর:: বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে পিরোজপুরের পাড়েরহাট মৎস্য বন্দরের দুটি ইঞ্জিনচালিত ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় সাত জেলে নিখোঁজ রয়েছেন।

পাড়েরহাট মৎস্য বন্দরের ট্রলার মালিক মো. গাজী সবুজ ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বরিশালটাইমসকে জানান, আবহাওয়া অধিদফতর থেকে সাগরে সতর্ক বার্তা কিছুটা কমিয়ে দেয়ার খবর পেয়ে জেলেরা বৃহস্পতিবার দুপুরের দিকে কুয়াকাটা থেকে বঙ্গোপসাগরে ইলিশ ধরার উদ্দেশে রওনা দেন। এ সময় এফ.বি আল ছত্তার ও এফ.বি পূর্ণিমা নামে দুটি ট্রলার একত্রে সাগরে প্রবল ঝড়ো হাওয়ার মধ্যে পড়ে মুহূর্তেই ডুবে যায়।

সবুজ আরও জানান, আল ছত্তার ট্রলারে মোট ১৯ জন জেলে ছিল। এদের মধ্যে ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি সাতজন জেলের কোনো খবর পাওয়া যাচ্ছে না। অন্যদিকে পূর্ণিমা নামের ট্রলারটির ১৬ জন জেলেকে শুক্রবার ভোরে বরগুনার পাথরঘাটা থেকে উদ্ধার করা হয়েছে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন